এক্সেস রোডে শতাধিক দোকান অপসারণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদ এক্সেস রোডের টিঅ্যান্ডটি কলোনি সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক দোকান অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাকী প্লাজার মোড়ে ফুটপাতে ব্যবসা করায় ৬ জন ফলের দোকানদারের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

পূর্ববর্তী নিবন্ধবনবিভাগের জায়গা থেকে অবৈধ ঘর উচ্ছেদ
পরবর্তী নিবন্ধগরু চুরি করতে ব্যর্থ হয়ে আগুন, পুড়ল ৩ বসতঘর