এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল ইউনিলিভার

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। টানা চতুর্থবারের মতো এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স চর্চার একটি স্বীকৃতি, বিশেষ করে সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাহারুল ইসলাম মোল্লা এবং অনির্বাহী পরিচালক এস ও এম রাশেদুল কাইউমএর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও শাপলা সবুজ সংঘের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধতরুণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ