এক্সাইটেড মেহজাবীন, ২০২৫ নিয়ে দিলেন যে বার্তা

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

২০২৫ নিয়ে আমি খুব এক্সাইটেড! চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে। খবর বাংলানিউজের।

রাত পোহালেই নতুন বছর২০২৫ সাল। পুরনো ক্যালেন্ডারের স্থানে শোভা পাবে নতুন ক্যালেন্ডার। এমন মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে দেশীয় চলচ্চিত্র, নাটক ও ওটিটি’র বিষয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী। সব মিলিয়ে, বিদায়ী বছরটি অভিনেত্রীর জন্য বেশ তাৎপর্যময়। চলচ্চিত্রে অভিষেক হয়েছে ছোট পর্দার নন্দিত এই তারকার। নিজের চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বছরের শেষ দিন মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ২০২৪এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত ইতিবাচক মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা স্বাচ্ছন্দ্য বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফর্ম করতে পেরেছি। তিনি বলেন, আমি সত্যিই ভাগ্যবান যে ‘প্রিয় মালতী’ এবং ‘সাবা’ সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

পূর্ববর্তী নিবন্ধকোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ৪ জানুয়ারি
পরবর্তী নিবন্ধনতুন বছরের প্রথম দিনেই ‘বিগ শট’