এক্সক্লুসিভ সব প্রপার্টি ও অফার নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘বিপ্রপার্টি প্রজেক্ট ফেয়ার’। চার দিনব্যাপী এই ফেয়ারে এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজির চারটি প্রজেক্টেই রয়েছে বিপ্রপার্টির এক্সক্লুসিভ অফার। প্রজেক্ট চারটি হলো ‘এয়ারবেল হিলিয়ান্থাস’, ‘এয়ারবেল এমএফ টাওয়ার’, ‘এয়ারবেল পুল ভিউ’ এবং ‘এয়ারবেল স্বপ্নাছায়া’। বিভিন্ন সাইজের এই প্রজেক্টগুলো চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে অবস্থিত। ফেয়ারের আয়োজক বিপ্রপার্টি।
গতকাল সকালে নগরীর জামাল খান রোডে এয়ারবেলের অন্যতম একটি প্রজেক্ট ‘হিলিয়ান্থাস’ এর সাইটে বিপ্রপার্টি প্রজেক্ট ফেয়ারের উদ্বোধন করা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফেয়ার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজি থেকে ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল কাইয়ুম চৌধুরী, চেয়ারম্যান জি. কে. লালা এবং বিপ্রপার্টির জেনারেল ম্যানেজার রেজবীন আহসান, হেড অফ মার্কেটিং মাহ্জাবীন চৌধুরী, চট্টগ্রাম এরিয়া হেড আফতাব উদ্দিন ও হেড অফ বিজনেস ডেভলপমেন্ট মিজান উল মাওলা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : বিগত বছরে চট্টগ্রামে বিপ্রপার্টির উপস্থিতি ছিল শক্তিশালী, যার প্রভাব আবাসন খাতেও বেশ চমৎকারভাবে দেখা গিয়েছে। আর আবাসন খাতে এই প্রবৃদ্ধির কেন্দ্রে রয়েছে এয়ারবেল ডেভলেপমেন্ট টেকনোলজিস। ২০০৪ সাল থেকে চট্টগ্রাম আবাসন খাতের অংশ হয়ে কাজ করা এয়ারবেল একটি দ্রুত বর্ধমান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট সংস্থা। পরিবার ও ব্যবসার জন্য উপযুক্ত প্রপার্টি নির্মাণ করাই তাদের অনন্য লক্ষ্য। ‘স্মার্ট ও সাউন্ড ইনভেস্টমেন্ট’ মন্ত্রকে মাথায় রেখে এয়ারবেল অনবদ্যভাবে কাজ করে যাচ্ছে ছোট বড়ো সকল বিনিয়োগকে সুরক্ষিত রাখতে। চট্টগ্রামে যেহেতু বিপ্রপার্টির এটা প্রথম প্রজেক্ট ফেয়ার, তাই যারাই এখান থেকে সরাসরি প্রপার্টি বুকিং দেবেন তাদের জন্যই রয়েছে আকর্ষণীয় সব অফার। চমৎকার এই অফারগুলো হচ্ছে, প্রপার্টি বুকিং দিলেই হোটেল কক্স টুডেতে ২ রাত ৩ দিন থাকার সুযোগ, ৩০% ডাউন পেমেন্টে ফ্রি কিচেন ইন্টেরিয়র, ৫০% ডাউন পেমেন্টে ফ্রি বেডরুম ইন্টেরিয়র এবং ১০০% পেমেন্টে এঙক্লুসিভ ডিসকাউন্ট। বিস্তারিত জানতে ভিজিট করা যাবে বিপ্রপার্টি প্রজেক্ট ফেয়ারের ইভেন্ট পেইজটিতে। খবর প্রেসবিজ্ঞপ্তির।