একুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চলাকালে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাজধানী কিতোতে এক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ফের্নান্দো ভিয়াভিসেনসিওর ওপর হামলা চালানো হয়। তিনি দেশটির জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন। স্থাণীয় গণমাধ্যমকে তার প্রচারণা টিমের এক সদস্য জানান, ভিয়াভিসেনসিও (৫৯) একটি গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিনবার গুলি করা হয়। একুয়েডরের প্রেসিডেন্ট গিয়েরমো লাসো হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। খবর বিডিনিউজের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিরাপত্তা সদস্যদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন নিজেও গুলিবিদ্ধ হন ও পরে মারা যান। এসময় গোলাগুলিতে জাতীয় পরিষদের একজন সদস্য পদপ্রার্থী ও দুই পুলিশসহ নয়জন আহত হন। ২০ অগাস্ট একুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের কথা রয়েছে। বিবিসি জানিয়েছে, নির্বাচনে অংশ না নেওয়া প্রেসিডেন্ট লাসো বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ক্ষুব্ধ এবং মর্মাহত। একুয়েডরে মাদক পাচারকারী অপরাধী দলগুলোর সংখ্যা বাড়ছে। এরা দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতায় ইন্ধন দিচ্ছে। এসব সহিংসতা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।