একুশ এসেছে শোকের করুণ কষ্টের গান গেয়ে
ভাইয়ের বুকের লাল রক্তের পিচঢালা পথ বেয়ে।
ছেলে হারা মা’র বুকের বেদনা চোখের অশ্রু ঝরে
একুশ এসেছে বর্ণমালার হাত দুটিকেই ধরে।
একুশ এসেছে রফিক শফিক শহীদের নামে নামে
পলাশের ডালে কৃষ্ণচূড়ার লালটুকটুক খামে।
মিনারে মিনারে বরকত আর জব্বার ওরা আসে
একুশ এসেছে স্বজন হারানো রাঙানো ভাষার মাসে।
একুশ এসেছে প্রভাতফেরির খালি পায়ে হেঁটে হেঁটে
মার প্রিয় বুলি ভাষা কেড়ে নেয়ার দুর্যোগ যায় কেটে।
পদ্মা মেঘনা যমুনা তিতাস নদী পাড় ওঠে দুলে
একুশ এসেছে প্রীতি-ভক্তির শহীদ মিনারের ফুলে।
একুশ এসেছে ভোরের কুয়াশার ছড়িয়ে হিমেল ডানা
আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে একটানা।
একুশ এসেছে বাংলার আপন বাঙালির ঘরে ঘরে
বিশ্বের মনে মাতৃভাষার যতন আর সমাদরে।