একুশ এলেই

জায়তুননেসা জেবু | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

একুশ এলেই গাছে গাছে

পলাশ ফোটে

একুশ এলেই ভাইয়ের খোঁজে

মনটা ছোটে।

একুশ এলেই কৃষ্ণচূড়ার

শাখে শাখে

বিষন্ন এক সুরে সুরে

কোকিল ডাকে।

একুশ এলেই শহীদ মিনার

শোকে কাঁদে

একুশ এলেই মায়ের বুকে

পাথর বাঁধে।

একুশ এলেই রাজপথে ভাই

এগিয়ে চলে

হায়েনারা লড়াকুদের

পায়ে দলে।

একুশ এলে তাই

হারানোর ভয় পাই।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির চেতনার মূলে বায়ান্নর একুশ
পরবর্তী নিবন্ধপ্রবাসে একুশের চেতনা