একুশ আমাদের গর্ব

সুপর্ণা লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

মায়ের ভাষা মধুর কথা আমরা সবাই বলি

বায়ান্নতে চেয়েছিল এ ভাষাটা ভুলি।

সালাম, বরকত, রফিক,

জব্বার নাম না জানা তরুণ

তারাই দেশের সোনার ছেলে প্রভাত রাঙা অরুণ।

হুংকার দিয়ে জেগে উঠে বাংলার দামাল ছেলে

রাষ্ট্রভাষা বাংলা চাই এ দাবিটি তুলে

রাজপথে নেমেছিল সকল মায়া ভুলে।

তাদের রক্তে পেলাম আমরা

মায়ের ভাষার মান

দেশের মানুষ করে যাবে চিরদিন তোমাদের সম্মান।

একুশ এলে গর্বে ফুলে উঠে বুক

তাদের রক্তে কথা বলে বাংলার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধমায়ের ভাষা
পরবর্তী নিবন্ধবসন্তের অপেক্ষায়