অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বিকাল ৩টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মিলনায়তনে স্বাক্ষ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এছাড়াও একুশে ফেব্রুয়ারি সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালোব্যজ ধারণ। এতে মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মহান শহীদ দিবসে নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড, ১৫টি থানায় মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করার জন্য দলীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












