ফেব্রুয়ারির একুশ তারিখ
দিল যারা প্রাণ,
ফেব্রুয়ারি আসলে মোরা
গাই তাঁদেরই গান।
ভাষার জন্য প্রাণ দিতে তাঁরা
করল না যে ভয়,
একুশ থেকেই সাহস নিয়ে
করল এ দেশ জয়।
শহীদ যাঁরা তাঁদের কথা
স্মরণ করি সবাই,
ফেব্রুয়ারির একুশ তারিখ
শহীদ মিনার সাজাই।
ফুলে ফুলে সাজিয়ে মিনার
করে সবাই শ্রদ্ধা,
শিশু–কিশোর, তরুণ–যুবক
আরও বৃদ্ধ–বৃদ্ধা।