দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক (সাংবাদিকতায়), চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ মন্দিরের প্রধান বৌদ্ধ মনীষা সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের (সমাজসেবায়) ও চট্টগ্রাম ভেটারিনারী ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসুর) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ (শিক্ষায়) চট্টগ্রামের বিশিষ্ট এই তিন নাগরিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের একুশে পদকে মনোনীত হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে এম এ সালাম অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামের এই তিন বিশিষ্ট নাগরিক বাংলাদেশের ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদকে মনোনীত হয়েছেন। তাঁরা সকলেই আলোকিত মানুষ। সারাজীবন তাঁরা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের অবদান জাতি আজ স্বীকৃতি দিয়েছেন। তাঁদের কর্ম ও গুণের স্বীকৃতি হিসেবে একুশে পদকে মনোনীত হওয়ায় আমরা চট্টগ্রামের সকল নাগরিক আনন্দিত ও গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।