একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী-প্রশিক্ষক গোলাম মোস্তফা খান মারা গেছেন। রোববার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গোলাম মোস্তফা বেণুকা ললিতকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর খবর জানিয়ে বেণুকা ললিতকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক বলেন, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গোলাম মোস্তফা খান। গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর বিডিনিউজের।
দাফনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাঁর মেয়ে আমেরিকায় থাকেন। সে আসার চেষ্টা করছে। গতকাল সোমবার পরিবারের সাথে আলাপ করে দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গোলাম মোস্তফা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এক শোকবার্তায় তিনি বলেন, গোলাম মোস্তফা খান তার প্রতিষ্ঠিত বেণুকা ললিতকলা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে নৃত্যশিল্পের চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি তার সৃজনশীল কর্মের মাধ্যমে নৃত্যপ্রেমী বাঙালির হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।