একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার গতকাল বুধবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি লিভার ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর নগরীর ওয়াসার মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ প্রাঙ্গণে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ২য় নামাজে জানাজা এবং বাদে আসর তার নিজ গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়ায় মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সন্ধ্যা ৬টায় পদুয়া নিজ গ্রামে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক আজাদ তালুকদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক।
আজাদ তালুকদারের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি আবু সুফিয়ান, আলহাজ্ব আলী আব্বাস প্রমুখ।