একুশের ৭ম বর্ষে পদার্পণ

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র গত ২৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ শিরোনামে ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য উৎসবে ছিলো সুধীজনের আশীর্বাণী, একক আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, চড়া পাঠ, কবিতা পাঠ, দলীয় নৃত্য, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও মূকাভিনয়।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শুরু হয় এবং একুশ সদস্যদের অংশগ্রহণে ছিলো সমবেত আবৃত্তি। উৎসব উদ্বোধন করেন নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জিকুর পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ, অধ্যাপক রীতা দত্ত, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

কথামালায় সভাপতিত্ব করেন একুশ সহসভাপতি আলপনা বড়ুয়া।শুভেচ্ছা কথন ও আবৃত্তি পরিবেশন করেন ইকবাল হোসেন জুয়েল, উম্মে সালমা নিঝুম, ঐশী পাল,প্রণব চৌধুরী, ফারুক তাহের ,বনকুসুম বড়ুয়া, মো. সেলিম ভুঁইয়া, সঞ্জয় কুমার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে যুবক আটক
পরবর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন