আবৃত্তি সংগঠন ‘একুশ’ গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করেছে ‘হৈমন্তিকা’ শিরোনামে অনুষ্ঠান। আয়োজনে ছিল কথামালা, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য। শুরুতেই মো. তৌহিদুল ইসলামের সম্পাদনা ও অনির্বাণ চৌধুরী নির্দেশনায় পরিবেশিত হয় একুশ প্রযোজনা হৈমন্তিকা। অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, বরেণ্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব ফারুক তাহের। কথামালায় সভাপতিত্ব করেন একুশ সহ-সভাপতি সজল দাশ এবং সঞ্চালনায় ছিলেন একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী।
বক্তব্যে অতিথিরা বলেন, ‘সোনালী ধানের সম্ভারে নবান্নের উৎসবের বাতাবরণে বাংলার প্রকৃতিতে হেমন্তের আগমণ বয়ে আনে ঐশ্বর্যের বারতা। কার্তিক-অগ্রহায়ণ মাস জুড়ে হেমন্তের বিস্তৃতি। পূর্ণাঙ্গ শীতের পূর্ব সংকেত হিসেবে, হেমন্তে উত্তরের হিম হিম বাতাস ধীরে ধীরে ধেয়ে আসে বাংলার জনপদে। রাতের অশ্রু হয়ে ঝরে পরে টলটলে শিশির। হিমেল বাতাসে কিছুটা নিস্তেজ হয় গাছপালা, তরুলতা। সমগ্র বৃক্ষরাজি শীত-ঘুমে যাবার প্রস্তুতি নেয়। সোনালী ধানের সমৃদ্ধ সম্ভারে আসে নবান্ন উৎসব। নতুন ধানের পিঠাপুলিতে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।’ আয়োজনে উপস্থিত ছিলেন কবি জিন্নাহ্ চৌধুরী, কামরুল হাসান বাদল এবং মনিরুল মনির। সমবেত আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস এবং একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র।
আয়োজনে দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন একুশ সদস্য মো. তৌহিদুল ইসলাম, পলি রাণী দেবী, জয় চন্দ্র বিশ্বাস, অর্পিতা মজুমদার, মো. মোহাই মেনুল, অনুকা গুহ, প্রতীক বড়ুয়া, রেনিয়া চৌধুরী, সঞ্জয় কুমার দাশ, স্নিগ্ধা সিকদার। একক আবৃত্তি পরিবেশন করেন একুশ সদস্য সৈয়দ আবদুল মাবুদ, টুটুল দেব নাথ, স্নিগ্ধা সিকদার, জয় চন্দ্র বিশ্বাস, প্রতীক বড়ুয়া ও অনুকা গুহ। সঙ্গীত পরিবেশনায় ছিলেন একুশ সদস্য আলপনা বড়ুয়া ও দীপিতা দেব তমা। গিটারে ছিলেন ধ্রুবতারা দেব নাথ এবং নৃত্য পরিবেশন করেন একুশ সদস্য উদিতা ভট্টাচার্য্য। একক আবৃত্তি পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী, মৌসুমী চক্রবর্ত্তী, অনন্যা বড়ুয়া, সারোয়ার আলম দীপ, স্নিগ্ধা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।