একুশের মঞ্চ ছুঁয়ে ভেসে চলে কথামালা
বর্ণমালার অক্ষরে রক্ষিত দিনগুলো
জনস্রোতের কাল বেয়ে অভিলাষে
দুর্দান্ত মুহূর্ত কিছু বন্দী থাকে স্মরণে উল্লাসে।
উষ্ণ মখমলি রোদ ঢেলেছে আর্দ্রতার নির্যাস
পত্র পল্লব শ্বাস–প্রশ্বাসে প্রভাতের রাগ
ছোপ ছোপ রঙের প্রলেপ উদোম পায়ে
ফুলে ফুলে বর্ণিল ফাগুন–আগুন গায়ে।
আকাশ অভিমুখী সহস্র রঙিন পালক
উড়ে চলে মেঘে মেঘে মেঘের ডানায়
দুয়ারে কড়া নাড়ে হিমালয় কন্যা,
দেখো চেয়ে –
এনেছি সহচরী ঋতুরাজ–
‘মধুর বসন্ত’ গান গেয়ে।