কবি ও সাহিত্যশিল্পী খুরশীদ আনোয়ার বলেছেন, সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম কবিতা। মানুষের জীবনে এর প্রভাব অপরিসীম। কবিতা সাধারণ মানুষের জীবনের কথা বলে, মনের কথা বলে, বলে তার সংগ্রামের কথা। কবিতা মানবতাবাদের কথা বলে। জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে কবিতা টনিক হিসাবে কাজ করে। শুধু স্বরবৃত্ত ছন্দে নয়, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দেও কবিতা লেখায় প্রয়াসী হতে হবে।
তিনি গত শুক্রবার একুশের বইমেলার সমাপনী দিনে কবিতা ও ছড়া পাঠের আসরে সভাপতির বক্তব্য রাখছিলেন। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের পরিচালনায় কবিতা পাঠে অংশ নেন কবি রিজোয়ান মাহমুদ, উৎপলকান্তি বড়ুয়া, কেশব জিপসী, তরুণ কান্তি বড়ুয়া, কাসেম আলী রানা, মর্জিনা আখতার, আকাশ আহমেদ, সুবর্ণা দাশ মুনমুন, মুকুল চৌধুরী, তারিফা হায়দার, তানজিনা রাহী, প্রদ্যোত কুমার বড়ুয়া, জায়তুননেসা জেবু, শামীম ফাতেমা মুন্নী, শিরিন আফরোজ, প্রতিমা দাশ, পুষ্পিতা সেন, জি এম জহির উদ্দীন, সিমলা চৌধুরী, তসলিম খাঁ, বনানী শেখর রুদ্র, লিটন কুমার চৌধুরী, সুরভি কান্তা প্রমুখ। কথামালায় অংশ নেন অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, সৈয়দ জিয়াউদ্দীন, কানিজ ফাতিমা, মির্জা মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।