একুশের পোস্টার

শাহনাজ পারভীন | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

তোমরা চেয়েছিলে মুছে ফেলতে

চেয়েছিলে নির্বাক করে দিতে সমূহ শব্দকলা।

অথচ ভাষার স্রোতে ফেব্রুয়ারি ভেসে গেলে

তোমাদের চোখে মুখে ফুলকি ছুটতে দেখেছি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো পলাশ, শিমুল

একুশের চেতনায় উর্ধ্বমুখী ফুটতে দেখেছি।

বাতাসে আম্রকানন থেকে ছুটে আসা সৌরভ

অলিখিত একুশের পোস্টারে উড়তে দেখেছি।

আমার মায়ের অশ্রু টলটল চোখ তখন

নিরাভরণ স্বপ্নের খেরোখাতা এক

সজনে ফুল, কুমড়ো বড়ি, লাউপাতা ঘ্রাণ

বাতাসে উড়ন্ত চিলের দিগ্বিদিক উত্তাপ দেখেছি।

আম জনতা, ছাত্র, শিক্ষক, আমার সন্তান ডারবি লাইফ ভুলে

হোঁচট খেতে খেতে রক্তগলা রাজপথে বদ্ধমুষ্টি দাঁড়ালে

কণ্ঠের কারুকাজ সংবলিত পোস্টার দুমড়ে মুচড়ে এক হয়

আমার ভাষা, তোমার ভাষা, মায়ের ভাষামায়ের ভাষা।

পূর্ববর্তী নিবন্ধএকুশের দীর্ঘশ্বাস
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ‘শিখন দারিদ্র্য’