একুশের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে

উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় মোশাররফ

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মহান ভাষা আন্দোলনের সময়ে আমি কলেজিয়েট স্কুলের ছাত্র হিসেবে সিনিয়রদের সাথে মিছিলে অংশগ্রহণ করেছিলাম যা চিন্তা করলে নিজেকে গর্বিত মনে হয়। ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ’৫২ এর রক্তস্নাত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। গতকাল সোমবার উত্তর জেলা

 

আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায়

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেনসহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো হারুন,

আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, প্রদীপ চক্রবর্তী, মো. নুর খান, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রব্বানী, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, জেলা যুবলীগ সভাপতি এস এম

রাশেদুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা অ্যাড বাসন্তী প্রভা পালিত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো শাহজাহান, মৎস্যজীবী লীগ সভাপতি হারুন অর রশীদ, যুব মহিলা লীগ আহ্বায়ক রওশন আরা রত্না, ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে দেশবিরোধী অপশক্তি’
পরবর্তী নিবন্ধহাসপাতাল ছেড়ে বাসায় মির্জা ফখরুল