একুশের চেতনা ও আমাদের স্বপ্ন

ফারজানা আজিম | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

বাঙালির জীবনে বায়ান্ন এসেছিল বলেই একাওর এসেছিল। ভাষা শহীদের আত্মত্যাগের সেই অর্জন শুধু আমাদের মাতৃভাষা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বরং ক্রমে এটি একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন ও অঙ্গীকারের দানা বেঁধেছিল। ফলে আমরা স্বীকৃতি পেয়েছি, পেরেছি পৃথিবীর বুকে আঁকতে লাল-সবুজ পতাকা খচিত মানচিত্র। আমরা হতে পেরেছি স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। আজ আমরা স্বাধীন দেশের আলো-বাতাসে বেঁচে আছি হাসছি, কাঁদছি, মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করছি, আর ঠিক এই কারণেই একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যকথায় ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা, মুক্তি, সাম্য, গণতন্ত্র তথা আধুনিক বাঙালির সব শুভ চেতনার মাস। আর একুশে ফেব্রুয়ারি হলো বাঙালির জাতীর পরিচয় চিহ্ন।একটি জাতিসত্তার মূল বিষয় হচ্ছে তার ভাষা। ভাষাকে মানব জীবনে সবচেয়ে মূল্যবান ও গৌরবের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। মনের ভাব প্রকাশের মাধ্যম হল ভাষা। ‘ভাষাই হচ্ছে জীবনানুভূতি বাহন, বেশি করে বললে বলতে হয় ভাষাই জীবন’। প্রত্যেক জাতির কাছে তার মাতৃভাষা পরম আদরের ধন। মাতৃভাষার মাধ্যমে মানব শিশুর প্রথম চিন্তা করতে এবং সেই চিন্তার বিকাশ ঘটাতে শেখে। তাই মানুষের মৌলিক চিন্তা প্রকাশ স্বাভাবিকভাবে মাতৃভাষার মাধ্যমেই হয়। বাঙালির জাতীয় জীবনে একুশ এক অনন্য মহিমায় গৌরবের দিন। রাষ্ট্রভাষা আন্দোলনে স্বাক্ষর হিসেবে ফেব্রুয়ারি মাস আসে আর এই মাস এসেই আমাদের প্রফুল্ল ও উদ্বেলিত করে তোলে।
এতসব আনন্দ আর গর্বের মধ্যেও মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায় যখন দেখি আমাদের দেশে দেশি ভাষা চেয়ে বিদেশি ভাষার কদর বেশি। আমাদের মধ্যে ভাষার বিকৃতি সর্বদা ঘটেই চলেছে। বিদেশি ভাষা শেখা টা দোষের কিছু না বরং এটা একটা বাড়তি গুণ। সেই গুণের নিরর্থক অপচয় হয় আমাদের দেশে। আমার সোনার দেশের সোনার মানুষ একদিন ঠিকই হৃদয়ের গহীনে লালন করবে সত্যি কারের চেতনা আর ঠিক এগিয়ে নিয়ে যাবে আমার মায়ের ভাষাকে স্বমর্যদায় বিশ্বের দরবারে। যদিও আজ বাংলা ভাষা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে, স্থান করে নিয়েছে প্রায় ৭০০০ ভাষার মধ্যে। তবুও সেই সত্যিকারের একুশের চেতনা ও স্বপ্ন দুচোখে নিয়ে চেয়ে আছি আমি, আমরা আর পুরো বাঙালি জাতি একদিন বাংলা ভাষা হবে বিশ্বের সবচেয়ে সম্মানী ভাষা। সবশেষে আমি সেইসব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা দিয়েছেন। লাখো সালাম জানাই রফিক, জব্বার, বরকত, সালাম সহ সমস্ত ভাষা সৈনিকদের।

পূর্ববর্তী নিবন্ধএকুশ অমর গাথা
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে