একুশের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে : শাহাদাত

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহান একুশের চেতনার ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাই আবারও একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ মার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল স্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দিন, এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ছিল ঐতিহ্যের ইতিহাস
পরবর্তী নিবন্ধ৪১ ওয়ার্ডে প্রায় দুই লাখ টিকা দেবে চসিক