পোইত্য বছর ঘুরি আইছ্তে
ফেব্রুয়ারির এই দিনত
দুনা শোকে জ্বলি উডে
আঁর মার মনত্
সোনার চান হারাইলো মাগো–বন্দুগর মুখত্
মারে মা ডাইকতো বুলি
পুতে খাইলো সিনাত্ গুলী
রাস্তার উঅর পইরগে ঢলি
কইরগে কৈছালী
ধপরাইতে ধরপরাইতে পরান গেলগৈ আমাতত
তাজা রক্তর ছোরত্ বৈস্যে
রাজপথ ঊঅর
কাওয়া কুত্তা মনর সুগে
খাইয়ে তিনদিন ভর
হেই রক্ত দাগ আইজঅ রইয়ে
আঁর মার বুগত।
ফেব্রুয়ারির একুশ তারিখ
বেইন্যা ফজর
মারে মাতাই গেলোরে পুত্
আর ন–ফিরিল্ ঘরত্
অভাগী মা কান্দি মরে–
মনত্ পইল্যে ঐ ছুরত্,
দুনা শোক: দ্বিগুন শোক। ছুরত্: চেহারা।