একা, অগত্যা তুমিই

টিনো ভিলনুয়েভা | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৩৫ পূর্বাহ্ণ

শোনো, তুমিই

আপন বেদনাকে বদলে নিয়েছ

যুক্তি মাফিক তর্কে, সুস্থসবল বাহাসে

কণ্ঠ তুমি রাখো

যেখানে তোমার স্মৃতি।

তুমি তো গিলেছ বিকেলের ধুলো,

তানাশাহীর ভয়

আগলে রেখেছো শব্দেলিখনে

একা? কেউ নেই? অগত্যা তুমিই।

তোমার জিহ্বায় আজ নিন্দা ঝরাও

কুঁড়ে কুঁড়ে খাওয়া ক্ষয়ের হতাশায় ডুবে যাওয়ার আগে।

(সংক্ষেপিত)

পূর্ববর্তী নিবন্ধতিন শিফটে থানার আশপাশে ছাত্রদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধআমাণ্ডা বার্ড