একাধিক বিয়ে করা মিনুর জামিন মেলেনি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

প্রতারণা করে একাধিক বিয়ের ঘটনায় দায়ে করা মামলায় মিনু আক্তার প্রকাশ নাছমিন আক্তার সিমুর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। এর আগে তার পক্ষে আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করা হয়।
মামলার বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার মক্কেলের দায়ের করা মামলায় সম্প্রতি আত্মসমর্পণ করলে আদালত মিনু আক্তারকে কারাগারে পাঠায়। মিনু আক্তার রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মারিশ্যা এলাকার আলী আহমদের মেয়ে। থাকতেন ঢাকার গাজীপুরের টঙ্গী এলাকায়। তার প্রতারণার শিকার হয়েছেন বায়েজিদের রুবি গেটের বাসিন্দা ও প্রবাসী মো. ইমাম হোসেন (৩৮)। ইমাম হোসেনের সঙ্গে বিয়ে বলবৎ থাকার পরও আরেক বিয়েতে জড়ান মিনু। এ ঘটনায় গত ৮ আগস্ট চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মিনুসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন ইমাম হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনয় দিনেও হদিস নেই রাউজানের নিখোঁজ দুই বোনের
পরবর্তী নিবন্ধরাউজানে চেয়ারম্যান পদে নৌকার টিকিট চান অনেকেই