একাধিক কমিটিতে আকরাম এবং মনজু

বিসিবির সাব কমিটি গঠিত

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সাব কমিটি অবশেষে গঠন করা হয়েছে। বোর্ডের সবচাইতে গুরুত্বপূর্ন কমিটি ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে আলোচনাটা হচ্ছিল খুব বেশি। কারন গত প্রায় ছয় বছরেরও বেশি সশয় ধরে অফারেশন্স কমিটির দায়িত্ব পালন শেষে আকরাম খান জানিয়ে দিয়েছেন তিনি আর এই কমিটিতে থাকবেননা। ফলে এই কমিটির দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে ছিল সবচাইতে বেশি আলোচনা। শেষ পর্যন্ত বোর্ডের অভিজ্ঞ পরিচালক জালাল ইউনুসের হাতেই উঠে এই গুরুত্বপূর্ন দায়িত্বটি। তিনিই এখন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। আর ভাইস চেয়ারম্যান করা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। বিসিবিতে এবারে চট্টগ্রামের তিনজন পরিচালক। তারা হালেন আ.জ.ম. নাছির উদ্দিন, আকরাম খান এবং মনজুর আলম মনজু। এই তিনজন বিসিবির একাধিক সাব কমিটিতে জায়গা পেয়েছেন। টানা তিনবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আকরাম খানকে দেওয়া হয়েছে প্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটি এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এছাড়াও তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন হাই পারফরম্যান্স কমিটির। আরেক পরিচালক আ.জ.ম. নাছির উদ্দিনকে করা হয়েছে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। বিসিবিতে এবারে প্রথমবারের পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আরেক ক্রীড়া সংগঠক মনজুর আলম মঞ্জু। তাকে দেওয়া হয়েছে মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এছাড়া তিনি লজিস্টিক এন্ড প্রটোকল কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও দেওয়া হয়েছে। নির্বাচনের প্রায় দেড় মাস পর বিসিবির নব নির্বাচিত কমিটির দ্বিতীয় সভায় এই সাব কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়েছে গতকাল। এখন পুর্নাঙ্গ কমিটি ঘোষনার অপেক্ষা। তবে চট্টগ্রামের দুই পরিচালক আকরাম খান এবং মনজুর আলম যে সব দায়িত্ব পেয়েছেন তা দক্ষতার সাথে পালন করবেন তেমন প্রত্যাশা চট্টগ্রামের ক্রিকেট সংশ্লিষ্টদের। চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নে দুজন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবেন তেমন প্রত্যাশাও সবার।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ব্যাডমিন্টন কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন