শারীরিক জটিলতা না থাকলে করোনা একবার টেস্ট করানোর পর আর টেস্ট করানোর দরকার আছে কি? আজীবন সাবধানে চলতে হবে এটাইতো হওয়া উচিত। এমনিতেই সবদিকে চিকিৎসা সংকট, তার উপর বারবার নিশ্চিত হতে টানা একাধিকবার টেস্ট করালে যারা প্রথমবার টেস্ট করাচ্ছেন তাদের জন্য দীর্ঘসূত্রতা তৈরি হয় এবং নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। করোনাকে নয় বরং বিধাতাকে ভয় করতে হবে।মানুষ এমনিতেই স্ট্রোক করে মরছে হরহামেশা।আর করোনা বলে কয়ে আসা জিনিস যা বেশ কয়েকবছর অবস্থান করবে ধরণ পাল্টে। দয়া করে অন্যদেরও বাঁচার সুযোগ করে দিন। আমাদের সামর্থ্য আছে, হাজারবার নিশ্চিত হলেও আমাদের বাঁচার গ্যারান্টি নেই করোনা নেগেটিভ হলেও। তাই ভাবনাহীনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যার যখন যাওয়ার চলে যাবো। তাই চলুন আমরা পরম করুণাময়ের কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করি। মানুষ বেহেশত থেকে পৃথিবীতে পদার্পণ করেছে। মানুষ কোন যেনতেন প্রাণী নয়। দুনিয়ার মোহ ত্যাগ করতেই করোনার আবির্ভাব। এই পৃথিবী স্রষ্টার। আমাদের রাজত্ব এখানে চলবে না দীর্ঘকাল। তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আত্মার বিনাশ নেই। মাটির দেহ মাটিই খেয়ে নেবে। ভালো কাজ করে যেতে হবে। পারতপক্ষে কারো ক্ষতি বা দোষ ধরতে ব্যস্ত না থেকে, নিজের আমলনামায় পুণ্য ভারী করতে হবে।এতে আখেরে লাভ নিজেরই।