চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। ভর্তিপ্রক্রিয়া চলবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একাদশে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ১২ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই–বাছাই ও নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে। ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে ভর্তি–ইচ্ছুকেরা। এরপর ২০ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ২২ আগস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে। ২৩ থেকে ২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের ও ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ আগস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদনপ্রক্রিয়া : অনলাইনে িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।