একাদশে কলেজ শিক্ষকের সন্তানদের ভর্তি নিশ্চিত না করলে আন্দোলন

শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবরে বাকশিসের স্মারকলিপি

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৪ অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের শিক্ষক কোটায় সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি আগামী দুই দিনের মধ্যে নিশ্চিত করার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস নেতৃবৃন্দ। বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দ গতকাল সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদানকালে এই দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ ২০২৪২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ভর্তির দিন অর্থাৎ ১৫ জুলাই বেসরকারি এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের সন্তানদের ভর্তি বাতিল ও ভর্তিতে বাধা দেয়ার জন্য সরকারি বেসরকারি বৈষম্য সৃষ্টিকারী নির্দেশনা সম্বলিত বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের জরুরি বিজ্ঞপ্তি আগামী ২ দিনের মধ্যে অকার্যকর ঘোষণা করে ভর্তি নীতিমালার ৩.২ তফসিল অনুসারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের সন্তান হিসেবে ভর্তিকৃত ও সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা না হলে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে শিক্ষা বোর্ড ঘেরাও, মানববন্ধনসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বেসরকারি শিক্ষকদের সন্তানদের বিগত বছরের ন্যায় বিদ্যমান কোটায় সিলেকশনপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমীরুল মোস্তফা ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুর রহমান ছাড়াও বাকশিস কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, মহানগর সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী, সহসভাপতি অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যাপক সুনীল কুমার শীল, অধ্যাপক সনজীব সেন গুপ্ত, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ আবু মোহাম্মদ, অধ্যাপক সুপর্ণা রায় চৌধুরী, অধ্যাপক তাহেরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে বিএনপির ‘ক্ষতি’ আড়াই কোটি টাকা
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫২০ তম শিশুতোষ আসর