একাদশের চেয়ে দ্বাদশে প্রার্থী কমেছে ৩২ জন

চট্টগ্রামের ১৬ আসন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীরা গত ৩০ নভেম্বর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৬ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টিসহ ২২ দলের মোট ১৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ১৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশনসহ অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ অংশ নিচ্ছে না। এ নির্বাচনে নগরী ও নগরীর সাথে সম্পৃক্ত ৬টি আসনে ৬০ জন প্রার্থী এবং জেলার ১০ আসনে ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও কক্সবাজার ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৫জন, বান্দরবানে জমা দিয়েছেন ৩ জন, রাঙামাটিতে ৫ জন এবং খাগড়াছড়িতে ৭ জন। বৃহত্তর চট্টগ্রামে এবার ১৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি রোববার।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জাতির কল্যাণের কথা ভাবতে হবে : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই আজ থেকে