বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ, তার স্ত্রী একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা, তাদের ১ কন্যাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
শাকিল-ফারজানা রুপা দম্পতি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে আসেন।
সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।