চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বিএনপি–জামায়াত আহুত ধ্বংসাত্মক রাজনীতিকে প্রত্যাখ্যান করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামের মাটি দেশপ্রেমিক জনতার দুর্জয় ঘাঁটি। এই মাটিতে কোন দুর্জন–দুর্বৃত্তের ঠাঁই নেই।
গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী মরণ কামড় দিয়ে পোড়া মাটির নীতি গ্রহণ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো একইভাবে বিএনপি ও তার সহচররা জ্বালাও–পোড়াও এবং হত্যা ও ধ্বংসের পথ বেছে নিয়ে নিশ্চিত পতনের পথে এগুচ্ছে। তারা এখন বঙ্গোপসাগরের ডুবন্ত জাহাজ। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নির্বাহী পরিষদের সদস্য মো: আবুল মনসুর, আবদুল লতিফ টিপু, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল হাসান, মিথুন বড়ুয়া, দিদারুল আলম মাসুম। সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ইঞ্জি: মানস রক্ষিত, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, পেয়ার মোহাম্মদ, হাজী দোস্ত মোহাম্মদ, মো: জাবেদ, হাজী বেলাল আহমদ, দিদারুল আলম দিদার, আবুল হাশেম বাবুল, স্বপন কুমার মজুমদার, রুহুল আমিন তপন, ইদ্রিস কাজেমী, গোলাম মো: জোবায়ের, ফারুক আহমেদ, মুজিবুল হক পেয়ারুল, ওয়াহিদুর রহমান মহসিন।