ভাগ করো আর যুদ্ধ বাধাও
এটাই যাদের রীতি
ভাগশেষ’ টা অভাগাদের
এটাই রাজার নীতি ।
বানর বনের রাজা
উর্দু হবে রাষ্ট্র ভাষা
ঘোড়ার ডিমে তা।
পূর্ব দিকেই সূর্য উঠে
পশ্চিমাতেই অস্ত
অসমবিচার করেই তারা
থাকতো কেবল ত্রস্ত ।
টিপ্ টিপ্ রক্ত
সবুজের মাঝে তাই
তাজা লাল বৃত্ত।








