ন্যাপ দক্ষিণ জেলার উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য প্রদানের পর এক আলোচনা সভা দক্ষিণ জেলা ন্যাপের সভাপতি ডা. আশীষ কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. অনুপম নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন মহানগর ন্যাপের সাবেক সভাপতি মো. আলী নেওয়াজ খান, সভায় প্রধান অথিতি মিটুল দাশ গুপ্ত বলেন, ৭১’র চেতনায় ঘুষ-দুর্নীতি মুক্ত, অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ ও অসামপ্রদায়িক বাংলাদেশ বিনির্মানই একমাত্র মুক্তির পথ। ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মূল প্রতিপাদ্য ছিল সকলের সহবস্থানে সমতার ক্ষমতায়ন নিশ্চিত করা। দেশে উন্নয়ন হচ্ছে যেমন সত্য, দুর্নীতি, আমলাতান্ত্রিকতা ও প্রশাসন নিভর্রতার কারণে সাধারণ মানুষ প্রকৃত সেবা থেকে আজো বঞ্চিত। তাই এসবের সমাধান নিশ্চিত করতে অধ্যাপক মোজাফফর আহমদের ‘ধর্ম কর্ম গণতন্ত্রের নিশ্চয়তা সহ সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ’কে অনুসরণ করার আহ্বান জানান তিনি। সভায় আরো বক্তব্য রাখেন ডা. বিবরণ দাশ, ডা. জীকু চৌধুরী, ডা. ফয়েজ আহম্মদ পলাশ, মো. সোলাইমান, অমর কৃঞ্চ নাথ, রফিকুল মৌলা, লিটন দেব, মিন্টু দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
আজাদ মো. সৈয়দ নূর, অসিত ধর, আব্দুর রহমান সোহেল, কায়েস সরোয়ার, সুলাল শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










