একাত্তরে

মর্জিনা আখতার | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

মার্চে তখন উত্তাল স্লোগান

মিছিল সারি সারি,

মিছিল সেরে সোনার ছেলে

যায়নি ফিরে বাড়ি।

একাত্তরে হারিয়ে গেছে

কতো সোনা মুখ,

দেশের জন্য অকাতরে

পেতে দিলো বুক।

ওদের জন্য শোকের নদী

অমর স্মৃতির মিনার

অশ্রু জলে যায় যে ভিজে

দুই নয়নের কিনার।

পূর্ববর্তী নিবন্ধগাজায় মৃত্যু আর ক্ষুধার ঈদ
পরবর্তী নিবন্ধশুকরিয়া একটা অনুভূতির নাম