একাত্তরকে বিতর্কিত করা যাবে না, ২৪ কেও অবহেলা নয় : মেয়র

বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

১৯৭১ ও ২০২৪ এক নয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহদাত হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালে একটি নতুন দেশের জন্ম হয়েছিল মুক্তিকামী জনগণের আত্মত্যাগের বিনিময়ে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি স্বৈরাচারী সরকার পরিবর্তনের আন্দোলন। তবে এই দুটি ঘটনার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলেন, যা কখনোই বিতর্কিত হওয়ার সুযোগ নেই। আজকে অনেকে ২৪কে ৭১ এর সাথে তুলনা করা শুরু করেছে। কিন্তু দুটো এক নয়। কারণ ১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছি, একটা নতুন দেশের অভ্যুদয় হয়েছে। আর ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়েছে। যে সরকার ছিল ফ্যাসিস্ট এবং জনবিরোধী। কাজেই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ৭১ এর মাধ্যমে দেশ পেয়েছি, ২৪ এর মাধ্যমে নতুন সরকার পেয়েছি। যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রজনতার রক্তস্রোতের মাধ্যমে। আমার বক্তব্য হল, ৭১ কে বিতর্কিত করা যাবে না, ২৪ কেও অবহেলা করা যাবে না, দুটিকে নিয়েই এগিয়ে যেতে হবে দেশের উন্নয়নে।

গণহত্যা দিবস উপলক্ষে গতকাল নগরের জাকির হোসেন রোডে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন মেয়র। এ সময় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়লাভ বাংলাদেশিদের শ্রেষ্ঠ অর্জন বিধায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না বলেও মন্তব্য করেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম ও শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধ৫৮ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে চবি কর্মচারীকে বরখাস্ত
পরবর্তী নিবন্ধইন্ডিয়া টুডের খবর পুরোপুরি ভিত্তিহীন ____আইএসপিআর