একাডেমি ল্যাবরেটরি এবং নাসিরাবাদ স্কুলের শুভ সূচনা

ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বে শুভ সূচনা করেছে একাডেমি ল্যাবরেটরী স্কুল এবং নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একাডেমি ল্যাবরেটরি স্কুল ৪ উইকেটে পরাজিত করে বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন স্কুলকে। চট্টগ্রাম বন্দর মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় ২৩ রানে কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন স্কুল। কিন্তু চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি ২৫.১ ওভারে মাত্র ৭৭ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে দুজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ২৮ রান করা জীবন এবং ১০ রান করা সাকিবুল। পাঁচজন আউট হয়েছেন শূন্য রানে। একাডেমি ল্যাবরেটরী স্কুলের পক্ষে ১৫ রানে ৬টি উইকেট নিয়েছেন সুজন। ৩টি উইকেট পান মহিম বিল্লাহ। জবাবে ব্যাট করতে নামা একাডেমি ল্যাবরেটরী স্কুল ১১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ৭৮ রান তুলে নেয়। দলের পক্ষে ২৯ রান করে প্রান্ত। ১২ রান করে মহিম বিল্লাহ। বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন স্কুলের পক্ষে ১৬ রানে ৩টি উইকেট নিয়েছেন নাসিম হোসাইন। বিজয়ী দলের নুর উদ্দিন সুজন ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও সবার সম্মিলিত অবদানে ৪৬.১ ওভারে ১৭৭ রান করে অল আউট হয় নাসিরাবাদ স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ইমরান হাসান সামি। এছাড়া আবু বক্কর ২৬, তাহসিন আলম ১০, তাফসিদুল ১২, জিয়াউদ্দিন ১০, মাহির ইসলাম ২৫ এবং শহীদ ১১ রান করেন। কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন আবিদ হাসান এবং আরাফ হোসেন। জবাবে ব্যাট করতে নামা কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় ৪৯.৪ ওভারে ১৪৪ রান করে অল আউট হয়। দলের ওপেনার আবিদ হাসান ৪১ রান করেন ১৪০ বলে। এছাড়া মেহরাজ ৩৮ বলে ৩১ এবং ইমন করেন ১৬ রান। বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মাহির ইসলাম। ২টি করে উইকেট পান নাহিয়ান এবং তাফসিদুল। বিজয়ী দলের মাহির ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা।

এর আগে সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম, জেলা ক্রিকেট কোচ মাহবুবুল করিম মিঠু এবং সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ তপন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগ বার্ডসের জয়যাত্রা অব্যাহত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৯৮ কোটি টাকা