আসন্ন সিডিএফএ একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৫) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমি সমূহের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। গত ২ ডিসেম্বর অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে সিডিএফএর মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যে সমস্ত একাডেমি দলের খেলোয়াড়দের জন্ম ০১.১২.২০১০ হতে ১৫ বছরের মধ্যে পড়বে শুধুমাত্র তারাই এ টুর্নামেন্টে খেলার যোগ্য বলে বিবেচিত হবে।










