চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ও পাঠানটুলী ফুটবল একাডেমি। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল ৪–০ গোলে চট্টগ্রাম ফুটবল ট্রেডিং সেন্টারকে একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিফাত হোসেন রিজভী ২টি গোল করে। এছাড়া সাফায়েত হাসান সামি ও জিসান উদ্দিন ১টি করে গোল দেয়। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় পাঠানটুলী ফুটবল একাডেমি ২–১ গোলে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের সাজ্জাদ হোসেন সানি এবং রাকিবুল ইসলাম ১টি করে গোল দেয়। বিজিত দলের গোলদাতা তানভীর ইসলাম।
আজ বুধবার আকুবদন্ডী ফুটবল একাডেমি বনাম মোহরা ফুটবল একাডেমি–সকাল ৯.৩০টা, কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি–সকাল ১১টা পরস্পরের মুখোমুখি হবে। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












