চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আর জি ফুটবল একাডেমি ও আকুবদন্ডী ফুটবল একাডেমি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে আর জি ফুটবল একাডেমি ৩–১ গোলে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল দেয় সৈয়দ আবদুর রহমান, সৈয়দ আবদুল আউয়াল ও মো. নাহিদুল ইসলাম। বিজিত শোভনীয়ার পক্ষে গোলদাতা জিসান উদ্দিন। একই মাঠে বিকালে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমি ১–০ গোলে বড় উঠান ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আকুবদন্ডীর পক্ষে রিফাতুল আলম পায়েল বিজয়সূচক গোল করে। আগামী ২৪ জানুয়ারি, শনিবার দুপুর ৩ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।












