চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব -১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কালারপোল ফুটবল একাডেমি।
গতকাল সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে কালারপোল ফুটবল একাডেমি ১-০ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাব ফুটবল একাডেমিকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করে।
একমাত্র জয়সূচক গোলটি করেন রাজেশ শীল। তিনি সেরা খেলোয়াড় হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। আজ রোববার বিকেল ৩ টায় ২য় সেমিফাইনালে ফরহাদাবাদ ফুটবল একাডেমি ও বিহঙ্গ ফুটবল একাডেমি মুখোমুখি হবে। আগামী ২৭ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।