একাডেমি কাপ থেকে ক্রিকেটার বেরিয়ে আসবে আশা মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

বিসিবি একাডেমি কাপে খেলতে আসা তরুণদের হাল না ছাড়তে বললেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। তরুন ক্রিকেটারদের দেখে যেন নিজের শুরুর সময়ের কথা মনে পড়ছে মাহমুদুউল্লাহর। তাই তাদের বললেন আপন মনে করে যেতে হবে নিজের কাজ। মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে গতকাল শুক্রবার বিসিবি একাডেমি কাপ উদ্বোধন করেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। বড় পরিসরে আয়োজিত এবারের টুর্নামেন্ট অংশ নিচ্ছে ৯৬টি ক্রিকেট একাডেমি। তরুণদের সব সময় ইতিবাচক থাকার পরামর্শ দিলেন। খেলোয়াড়দের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই ভালো খেলার তাগিদটা যেন সবসময় নিজের মধ্যে রাখে। হতাশ হওয়া যাবে না। এসব বিষয়ে আমাদের মাথায় নেতিবাচক অনেক কিছু কাজ করে। অনেক সময় টিম কম্বিনেশনের কারণে ভালো খেলেও দলে জায়গা হারাতে হতে পারে। তো এসব ক্ষেত্রে যেন অল্পতে হতাশ না হয় এবং কষ্টটা করে যায়। শৃঙ্খলা সব সময় গুরুত্বপূর্ণ । সেটা শুধুমাত্র অনুশীলনে না। মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাবের টেবিল টেনিস কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ব্যাডমিন্টন দাবা ও লন টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন