একাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেটে জুনিয়র ও বেসিকের জয়

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেটে গতকালের খেলায় জিতেছে আরজু মনিজুনিয়র ক্রিকেট একাডেমি ও রিটু খানবেসিক ক্রিকেট একাডেমি। দামপাড়া পুলিশ লাইনস মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত প্রথম খেলায় জুনিয়র ক্রিকেট একাডেমি ১০ উইকেটে হারায় সজীব সেরনিয়াবাতচিটাগং স্কোয়াডকে। অপর ম্যাচে বেসিক ক্রিকেট একাডেমি সমান ব্যবধানে উড়িয়ে দেয় বেবী সেরনিয়াবাতনিউ স্টারকে। প্রথম ম্যাচে আগে ব্যাট করে চিটাগং স্কোয়াড পুরো কুড়ি ওভার খেলে ৯ উইকেটে মাত্র ৫৯ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র ক্রিকেট একাডেমি তাদের ওপেনার অর্জনের ২৭ ও অয়নের ২১ রানের উপর ভর করে ৬.৫ ওভারেই প্রয়োজনীয় ৬১ রান তুলে নেয়। ম্যাচ সেরার পুরস্কার লাভ করে বিজয়ী দলের সোহাম। তাকে পুরস্কৃত করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। পরের ম্যাচে প্রথমে ব্যাট করে নিউ স্টার মাত্র ২৫ রানেই গুটিয়ে যায়। বেসিকের দু’ওপেনার মাত্র ৮ বল খেলেই সে রান তুলে নেয়। খেলা শেষে ম্যাচ সেরা বেসিকের নিহাদকে পুরস্কৃত করেন সিএমপি’র সহকারী পুলিশ কমিশনার ফাওজুল করিম মঈন।

পূর্ববর্তী নিবন্ধকুমিরায় ডিপিএল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন