চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ১০৮.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তাহসিনুল করিম চৌধুরী। এছাড়া তার যমজ ভাই তাহমিদুল হয়েছেন ৩৫৩তম।
তাহসিনুল বললেন, আমার অটুট লক্ষ্য ছিল এবং নিজের প্রতি বিশ্বাস ছিল। একাগ্রতা ও পরিশ্রম আমার এই ফলাফল এনে দিয়েছে। তিনি ফিন্যান্স বিভাগে পড়ার আশা করছেন।
তাহসিনুলের বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবার স্বপ্ন ছিল বড় হয়ে ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে। তাই খুশি বাবা রেজাউল করিম চৌধুরী। তিনি লালখান বাজার শাইনিং আওয়ার স্কুলের চেয়ারম্যান। মা মরহুমা কুলসুম চৌধুরী চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা ছিলেন। তাহসিনুল চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত।








