একাকীত্ব

কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

অন্ধকার ঘরে একা বিছানায়

শুয়ে আছি প্রতিদিনের মতো।

সিগারেটের ধোঁয়ায় অস্বস্তিকর পরিবেশে

রাত কাটে নিদ্রাহীন।

অমাবস্যার রাত আর পূর্ণিমার রাতের

ব্যবধান এখন সবই সমান।

এতো বড় বিছানায় আমি একা।

তোমার বালিশ আজো আছে, অথচ তুমি নেই।

তোমার ছায়াকেই অনুসরণ করে সময় কাটে।

পুরোটা বিছানায় আমার একচ্ছত্র আধিপত্য,

যা হবার কথা ছিলো না কথনো। আমিও তা চাই নি।

এই যে তোমার চলে যাওয়া,

হিসাব মেলাতে পারিনি এখনো। মান অভিমানের

ওজনের সমতা মেলাতেই সময় কেটে যায় অহর্নিশ।

তোমার সাজানো ঘর আগের মতোই আছে,

গোছানো আর পরিপাটি। শুধু আমি ঠিক নেই।

অগোছালো আর অনিয়মের বেড়াজালের

আবদ্ধতায় কাটছে আমার জীবন।

তুমি ছিলে আমার জীবনের ধ্রুবতারা,

যার উজ্জ্বলতায় ছিলাম আমি বর্ণময়,

উচ্ছ্বাসে ভরা ছিলো আমার জীবন।

জীবনের অপূর্ণতায় হতাশার তরীতে

জোয়ারের অপেক্ষায় আজো। বিশ্বাস!

একদিন ঠিক জোয়ার আসবে।

জীবনের তরী আবারো ভাসবে স্রোতের অনুকূলে।

যাত্রী হবো দুজন। তুমি আর আমি।

তোমার ফিরে আসার অপেক্ষার অপেক্ষাতেই।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির উল্লাসে সৃজনে
পরবর্তী নিবন্ধসৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের দিনকাল