একাকিত্বকে বরণ করতে শিখো,
থাকতে হবে একা।
দীর্ঘ পথ দিতে হবে পাড়ি,
হবে নাকো কোন পথিকের সাথে দেখা।
জন্ম একা, মৃত্যু একা
একাকী পরকাল।
তবে কেন তোর এতো মায়া?
সবইতো মায়াজাল।
একাকিত্বকে সদাচিত্তে মন
করে নাও গ্রহণ
ছিন্ন হবে সব মায়াজাল
যখন আসবে মরণ।
বাবা মা, স্ত্রী সন্তান,
আরো যতো আপন জন
কেউ হবে না সঙ্গী তোমার
যখন আসবে মরণ।
সৃষ্টিকর্তার কাজগুলো সব
করো আপন মনে,
সঙ্গী তিনি হতে পারেন
একান্ত গোপনে।