চলতি মাসের শুরুতে পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত ৩৩টি শূন্য আসনের উপনির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
পিটিআইয়ের যেসব নেতারা ওইসব আসন থেকে অপসারিত হয়েছিলেন তারাই ইমরান খানের পক্ষে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন। ইমরান খানের জন্য একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার নজির এটাই প্রথম নয়।
এর আগে ২০২২ সালের অক্টোবরে তিনি ৮টি আসনে লড়াই করেন। তার মধ্যে তিনি ৬টি আসনে বিজয়ী হন। লাহোরে সাংবাদিকদের পিটিআই নেতা শাহ মাহমুদ কোরাইশী এ সিদ্ধান্তের কথা জানান। খবর বাংলানিউজের।