একসাথে ৫ সন্তানের জন্ম, দুটি ছেলে তিনটি মেয়ে

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

নগরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এ্যানি আক্তার (৩০) নামের এক গৃহবধূ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় দুটি পুত্র ও তিনটি কন্যা সন্তান। খবর বাংলানিউজের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য জন্ম নেওয়া পাঁচ শিশুই বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাদের জন্মকালীন ওজন কম হওয়ায় সতর্কতামূলকভাবে আরেকটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা এ্যানি আক্তার ও তার স্বামী ওয়াহিদুল ইসলাম সুমন দম্পতির বিয়ে হয় ১০ বছর আগে। দীর্ঘ দাম্পত্য জীবনের পরও সন্তান না হওয়ায় তারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বাংলানিউজকে বলেন, আমরা পরীক্ষাগুলোতে চারটি শিশুর অস্তিত্ব পেয়েছিলাম। কিন্তু অস্ত্রোপচারের সময় চারটি শিশু জন্মের পর হঠাৎ করে আরও একটি শিশুর উপস্থিতি পাওয়া যায়। সেটি আমাদের জন্যও আশ্চর্যজনক ছিল।

তিনি জানান, একটি শিশুর ওজন ১৬০০ গ্রাম, একটি ১৫০০ গ্রাম, একটি ১৪০০ গ্রাম এবং বাকি দুটি শিশুর ওজন প্রায় ১ কেজি করে।

গতকাল বিকাল ৪টার দিকে প্রসব ব্যথা নিয়ে পিপলস হাসপাতালে ভর্তি হন এ্যানি আক্তার। আধঘণ্টার মধ্যেই অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত তাকে হাসপাতালের লেবার রুমে পর্যবেক্ষণে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরকে হাইটেক রাবার আইটেম দিবে খুশিলি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্যের মৃত্যু