টিভি থেকে ওটিটি দুই মাধ্যমে নিজের দাপট দেখিয়ে আফরান নিশো এবার পা রেখেছেন বড় পর্দার সিনেমায়। এই ঈদে মুক্তি পাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমা। যেটার নাম ‘সুড়ঙ্গ’। নির্মাণ করেছেন রায়হান রাফী। যিনি নির্মাতা হিসেবে দর্শক মহলে ইতোমধ্যে নিজস্ব বলয় তৈরি করতে সক্ষম হয়েছেন। মুক্তি উপলক্ষে জোর প্রচারণা চালাচ্ছে ‘সুড়ঙ্গ’ টিম। টিজার, ফোরটেস্ট ও আইটেম গানে চর্চার কেন্দ্রে রয়েছে ছবিটি। বলা চলে, ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে এটিই আলোচনায় এগিয়ে। সেই আলোচনার পালে নতুন হাওয়া–ভারতেও নাকি মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’!
ভারতীয় প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) থেকে ‘সুড়ঙ্গ’ ছবির প্রচারণা চালানো হচ্ছে। সুতরাং গুঞ্জনটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সহজে। রাফীর কৌশলী জবাব, এটা আসলে আমি বলতে পারবো না। আমার কাজ সিনেমা নির্মাণ করা। সেটা আমি ভালোভাবে বানানোর চেষ্টা করেছি। এখন প্রযোজক কোথায় মুক্তি দেবেন, সেটা তার ব্যাপার। সুতরাং ভারতে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কিনা, সেটা প্রযোজকই ভালো বলতে পারবেন।
তবে কিঞ্চিৎ রহস্য তিনিও জিইয়ে রাখলেন। বললেন, এখনও অফিসিয়াল কিছু হয়নি। হলে নিশ্চয়ই এসভিএফ থেকেও ঘোষণা দিতো। তবে হ্যাঁ, এসভিএফ যেহেতু পোস্ট দিচ্ছে, নিশ্চয়ই কোনও কারণ আছে। অগত্যা ছবির প্রযোজক শাহরিয়ার শাকিলের দ্বারস্থ হতে হলো। তিনি অবশ্য চূড়ান্ত খবরের জন্য কয়েক দিন সময় চাইলেন। বললেন, ভারতে মুক্তির বিষয়ে আলাপ–প্রক্রিয়া চলছে। তা না হলে তো এসভিএফ থেকে ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিতো না। তবে আমাকে কিছু দিন সময় দিন। আগামী রোববার নাগাদ আমি চূড়ান্ত খবরটা দিতে পারবো।