একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

গত বছরেই ঘোষণা এসেছিল ছবিটির। তখনই জানা গিয়েছিল, প্রথমবারের মতো একসঙ্গে পর্দা মাতাবেন দুই সময়ের দুই অ্যাকশন সুপারস্টার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল। অবশেষে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা। গত বুধবার সকাল থেকেই ক্যামেরা ওপেন হয় ‘কিল হিম’ সিনেমার। এদিন শুটিং সেটে হাজির ছিলেন দুই অ্যাকশন হিরো। এর আগে চলতি বছরের শুরুতেই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে বগুড়ায়। প্রথম থেকেই নিজের পছন্দের অভিনেতার সঙ্গে পর্দা ভাগ নিয়ে উচ্ছ্বসিত অনন্ত জলিল।

তার কথায়, আমি রুবেল ভাইয়ের বড় ভক্ত, তাকে ফলো করি। বিশেষ করে অ্যাকশন মুভিতে। বলতে পারেন, আমার আইকন রুবেল ভাই। তার সঙ্গে পর্দা ভাগ করতে মুখিয়ে আছি।

এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, মার্শাল আর্ট শিখছি। এমনি এমনিই তো রুবেল ভাইয়ের মতো তারকার মুখোমুখি হওয়া যাবে না! জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’।

পূর্ববর্তী নিবন্ধহার্ট অ্যাটাকের পর সুস্মিতা লিখলেন, হৃদয়টাকে সুস্থ রাখ
পরবর্তী নিবন্ধ‘চিরকুট’ ছাড়লেন ইমন কারণ বললেন সুমী