একসঙ্গে তিন কন্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে মিথাইনু মারমা (২৩) নামের এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, নবজাতক তিনটি সুস্থ রয়েছে। তবে বাচ্চা তিনটি এখনো হাসপাতালের বিদেশি বিশেষজ্ঞ গাইনী চিকিৎসক লিবি ঈগলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মিথাইনু মারমা কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আমতলী এলাকার চাচিংহ্লা মারমার স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালে তাদের দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, গত মঙ্গলবার ভোরে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল মিথাইনু মারমা। একইদিন সকালে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনী চিকিৎসক গাইত্রি চাকমার তত্ত্বাবধানে অপারেশন করানো হলে একে একে জন্ম নেয় তিনটি কন্যা শিশু। এখন বাচ্চা ও তাদের মা অনেকটা সুস্থ রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, অপারেশনের মাধ্যমে একসাথে তিন সন্তানের প্রসব করানোর বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, হাসপাতালে কর্মরত বিদেশী বিশেষজ্ঞ গাইনী চিকিৎসকের মাধ্যমে আমরা তা সফলভাবে প্রসব করাতে সক্ষম হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামবাসী না চাইলে চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই
পরবর্তী নিবন্ধবরুমচড়া ইউপি কার্যালয়ে আগুন